April 25, 2024, 9:26 pm

মেঘনায় কোরবানির পশু চাহিদার তুলনায় দ্বিগুণ উৎপাদন

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, । এম এইচ  বিপ্লব  সিকদার  : কুমিল্লার মেঘনা উপজেলায় আসন্ন কোরবানির ঈদ কে সামনে রেখে যে পরিমান কোরবানির পশুর চাহিদা রয়েছে এর প্রায় দ্বিগুণ  উৎপাদন হয়েছে। উপজেলা প্রাণী সম্পদ বিভাগ সূত্রে এ  তথ্য নিশ্চিত করা হয়। পুরো উপজেলায় ৬ হাজার পশুর চাহিদা রয়েছে আর উৎপাদন ক্ষমতা ছোট  বড় খামার সহ ব্যক্তি উদ্যেগে পালন করা কোরবানির পশু সহ মোট  উৎপাদন ১০ হাজার ৩৬ টি। এ বিষয়ে উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আনিছ উজ্জামান এই প্রতিবেদককে বলেন প্রতি বছরই আমাদের উৎপাদন বেশি হয় এবারও মেঘনায় আমাদের সহযোগিতায় যে পশু উৎপাদন করা হয়েছে স্থানীয় চাহিদা মিটিয়ে এলাকার বাহিরের চাহিদাও মেটাতে সক্ষম হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা