April 19, 2024, 10:58 am

বাউশিয়া ইউনিয়নে মিজান চেয়ারম্যানের উন্নয়নের রুপরেখা

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি, গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় বাউশিয়া ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান সাক্ষাৎকারে বলেন ইউনিয়নবাসীকে দিতে এসেছি নিতে আসি নি।এরই ধারাবাহিকতা ইউনিয়নবাসীর সহযোগিতায় একের পর এক উন্নয়ন কাজ করে যাচ্ছি এবং একাধিক ওয়ার্ডের কাঁচা পাকা রাস্তাসহ উন্নয়ন কাজ চলমান রয়েছে। বাউসিয়া ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান সাংবাদিকদের বলেন আমি নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে গত ২০১৬ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছি । আমার চেষ্টা ও প্রবল ইচ্ছাছিল যে আমি আমার ইউনিয়নে সাধারন মানুষের কল্যান ও রাস্তা ঘাট উন্নয়নে যতটুকু সম্ভব কাজ করবো। তাই আমাদের মাননীয় সংসদ সদস্য এমপি মৃনালকান্তি দাসের সহযোগিতায় এলাকার উন্নয়ন করে যাচ্ছি।এর মধ্যে দুএকটি উন্নয়নমূলক কাজের মধ্যে যেমন মধ্য বাউশিয়া দাসকান্দি মোড় হতে ভবেরচর ইউনিয়ন এর লক্ষীপুর গ্রামের রাস্তা প্রর্যন্ত ৯ হাজার ফুট কাঁচা রাস্তার কাজ শেষ হওয়ার পথে এখন রাস্তাটি পাকাকরনে বিষয়ে চেষ্টা চলছে যার বরাদ্দের পরিমাণ একাধিক বারে প্রায় ১৭ লক্ষ টাকা।

তিনি আরও জানান আমাদের বাউশিয়া ইউনিয়ন পরিষদ নির্মানের জন্য দাসকান্দি বাজারের পূর্ব পাশে ২৫ শতাংশ জায়গায় ক্রয় করেছি। অতি দ্রত ভবন নির্মাণ কাজ শুরু হবে। প্রতি ওয়ার্ডে ছোট বড় রাস্তার কাজ হয়েছে। এখন জরুরি ভিত্তিতে বাউশিয়া ইউনিয়ন প্রত্যকটি গ্রামে বৃষ্টি আসলে রাস্তায় পানি জমে থাকে রাস্তা ভেঈে যায় ও সাধারণ জনগণের চলাচলের খুবই সমস্যা হচ্ছে তাই সেখানে ড্রেন নির্মানের জন্য চেষ্টা করা হচ্ছে এবং বাউশিয়া ইউনিয়নে অবস্থিত কাজলী নদী পুরান বাউশিয়া থেকে চরবাউশিয়া হইয়া চরকুমারী দিয়ে গোমতী নদী গিয়ে শেষ হইছে। কয়েকটি কোম্পানি বর্জ্য ফেলে নদী ভরাট করে ফেলেছে। নদী খনন করার মাধ্যমে নদির চির চেনা রুপ ফিরে পাবে।মানুষ আগের মতো নদী ব্যবহার করতে পারবো তার জন্য চেষ্টা করে যাচ্ছি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা