April 25, 2024, 1:22 am

প্রাইভেট পড়ানোর দায়ে শিক্ষিকার জরিমানা

০৭ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ফেনীর সোনাগাজীতে প্রাইভেট পড়ানোর দায়ে জাহিয়া আহমেদ নামের এক শিক্ষিকাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৭ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষিকা উপজেলার চর দরবেশ ইউনিয়নের কেরামতিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

আদালত সূত্র জানায়, চলমান লকডাউন ভঙ্গ করে ওই শিক্ষিকা স্কুল সংলগ্ন একটি কক্ষে সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ থেকে ৩০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়িয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয়দের মারফতে জানতে পেরে সেখানে অভিযান চালিয়ে জাহিয়া আহমেদকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে লকডাউন ভঙ্গ করে আগামীতে প্রাইভেট পড়াবেন না মর্মে তার থেকে মুচলেকা নেয়া হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম চলমান রাখা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা