April 26, 2024, 8:30 am

নারায়ণঞ্জে গ‌্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ৪

০৫ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে গ‌্যাস লাইনে বিস্ফোরণের পর লাগা আগুনে চার জন দগ্ধ হয়েছেন।

রোববার (৪ জুলাই) মধ‌্যরাতে কাঁচপুরে আল নূর পেপার অ‌্যান্ড বোর্ড মিলস লিমিটেড গ্রুপের প্রধান গেটে বিস্ফোরণ হয়। এতে চার জন দগ্ধ হন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধ চার জন হলেন, তৌফিজুল ইসলাম (৫৫), আসাদুজ্জামান (৩১), মোস্তাক (৪৮) ও ফারুখ (৫৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল রাইজিংবিডিকে জানান, বিস্ফোরণের ঘটনায় তৌফিজুল ইসলামের শরীরের ৭৬ শতাংশ, আসাদুজ্জামানের ৭৫ শতাংশ, মোস্তাকের ৭৮ শতাংশ ও ফারুখের শরীরের ৫ শতাংশ দগ্ধ হয়েছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা