March 29, 2024, 2:07 pm

কিশোর উন্নয়ন কেন্দ্রে হাজতির মৃত্যু

১১ জুলাই ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গাজীপুরের টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে সিহাব মিয়া (১৬) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (১০ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত সিহাব মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার ভাদুঘর ভুইঁয়া পাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে।

কিশোর উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় কেন্দ্রের নিচ তলার সেফ হোমে সিহাব অন্য হাজতিদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় রুমের মেঝেতে পড়ে গিয়ে অচেতন হয়ে যায় সিহাব। খবর পেয়ে কয়েদিরা বিষয়টি জানালে রাতে সিহাবকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্তের পর বলা যাবে বলে জানান তিনি।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রফিকুজ্জামান বলেন, হাসপাতালে রাত ৯টার দিকে ওই কিশোরকে মৃত অবস্থায় আনা হয়।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ বলেন, লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সিহাব গত ৫ মে থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি চুরি মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের সেফ হোমে ছিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা