April 20, 2024, 5:21 am

সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নওগাঁর ধামইরহাটে সাড়ে তিন কোটি টাকা মূল্যের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুন) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত বাখরপাড়া গ্রামে অভিযান চালিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে পুলিশ।

শনিবার (১৯ জুন) দুপুরে বিঞ্চুমূর্তি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের অন্তর্গত বাখরপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ। অভিযানে খাঁপুর গ্রামের কৃষক আজিজার রহমান কৃষি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টিপাথরের একটি বিষ্ণু দেবতার মূর্তিটি উদ্ধার করা হয়।

তিনি জানান, উদ্ধারের সময় মূর্তিটির ডান হাত ও হাঁটু ভাঙা ছিলো। যার ওজন ৫ কেজি ৪০০ শত চল্লিশ গ্রাম এবং উচ্চতা চৌদ্দ দশমিক তিন ইঞ্চি এবং প্রস্ত দশ ইঞ্চি। মূর্তিটির কথিত বাজারমূল্য ৩ কোটি ৫০ লাখ টাকা। ধারণা করা হচ্ছে, ৬ থেকে ৭০০ বছরের পুরোনো এ মূর্তিটি হিন্দু সম্প্রদায়ের দেবতা ছিলো।

মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি আব্দুল মমিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা