March 28, 2024, 10:23 am

তাহিরপুরের হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দেশব্যাপী করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার সবধরনের পর্যটনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একইসঙ্গে তাহিরপুরের হাওর ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।

ইতোমধ্যে পর্যটকবাহী বেশ কিছু নৌকা এবং বাসকে ফেরত দেওয়া হয়েছে। পর্যটক বহন না করার জন্য সকল নৌ-ঘাটকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে তৎপর রয়েছে তাহিরপুর থানা পুলিশ এবং টেকেরঘাট পুলিশ ফাঁড়ি। তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বললেন, সকলের সহযোগিতায় তাহিরপুরকে করোনামুক্ত রাখার বিষয়ে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। সারাদেশে লকডাউন চলছে। এ জন্য পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা রয়েছে। শুক্রবার ছুটির দিনে পর্যটক বেশি হওয়ায় আমরা বের হয়েছিলাম। অনেক পর্যটকদের ফিরিয়ে দেওয়া হয়েছে। লকডাউন যদি না বাড়ানো হয় তাহলে আগামী ১৬ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা