April 27, 2024, 2:18 am

“কারাতে “বিদেশের মাটিতে বাংলাদেশের বিশাল অর্জন

২৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোশাররফ হোসেন ভুইয়া :,ওয়ার্ল্ড মার্শালা আর্ট কারাতে চ্যাম্পিয়নশিপে ২০২১ অনলাইন কাতা প্রতিযোগিতায় সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের, কারাতে ছাত্রছাত্রীরা বিদেশের মাটিতে একটি স্বর্ণ, একটি রৌপ্য, দুটি তাম্র পদক অর্জন করেছে। মৃন্ময় রায়, আঞ্জুমান, দীপ রায়, মুন জেরিন , এই চারজন কারাতেকা ওয়াল্ড মার্শাল আর্ট কারাতে প্রতিযোগিতায় ২০২১এ বাংলাদেশের সুনাম অর্জন করেছে তার সাথেও সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ এবং সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব এর কাছে ইভেন্টের বাংলাদেশ কারাতে ফেডারেশন একাধিকবার জুনিয়র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে তারা শুধু বাংলাদেশের মাটিতে নয় বিদেশের মাটিতেও অর্জন করতে পারি তা ওয়াল মার্শাল আর্ট কারাতে প্রতিযোগিতায় প্রমাণ করেছে।
উক্ত প্রতিযোগিতায় টিম ম্যানেজার ছিলেন শওকত সিদ্দিকী স্পোর্টস কোডিনেটর (এসপিএসসি)
কোচ হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশের দুই দুইবার সেরা খেলোয়াড় এবং বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর কারাতে কোচ, সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব এর কারাতে কোচ মোঃ দ্বীন ইসলাম মৈশান ৪র্থ ড্যান বাংলাদেশ কারাতে ফেডারেশন


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা