April 25, 2024, 10:42 pm

এখন থেকে ‘কোকাকোলা’ সরালেই শাস্তি

১৮ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নিয়মের বাহিরে গিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কিছু করবেন আর সেটা নিয়ে বিতর্ক সৃষ্টি হবে না, এমনটা অসম্ভব। তিনি যা করেছেন তাতে কেবল বিতর্ক নয়, বিশ্ববিখ্যাত কোমল পানীয় প্রতিষ্ঠান কোকাকোলার ব্র্যান্ড মূল্য ৪০০ কোটি ডলার কমে গেছে। বাংলাদেশি মুদ্রায় যা ৩৩ হাজার ৯১৫ কোটি টাকা।

তাতে ইউরোর স্পন্সর কোকাকোলা বেশ বিপদে পড়ে গেছে। স্পনসর কোম্পানিকে বাঁচাতে এবার মাঠে নামলো উয়েফা। রোনালদোর কাণ্ডের পর কোম্পানির এক মুখপাত্র বলেছিলেন, স্পন্সর প্রতিষ্ঠান হিসেবে তারা সেখানে পণ্য রেখেছেন। কারো পছন্দ না হলে সেটা তারা খাবেন না।

মুখে ভালো কথা বললেও তলে তলে স্পন্সর কোম্পানিগুলো আয়োজকদের ওপর চাপ সৃষ্টি করে। এরপর আসরে নামে উয়েফা।

এক বিবৃতিতে উয়েফা জানিয়েছে, স্পন্সরদের সঙ্গে করা চুক্তি সম্মান না করলে শাস্তি দেওয়া হবে।

এই নিয়ম জারি না করে উপায় ছিলো না। কারণ রোনালদোর কাণ্ড দেখে অনেকেই এই কাজ শুরু করেন। পরদিন ইসলাম ধর্মের অনুসারী পল পগবা বিখ্যাত বিয়ার ব্র্যান্ড হ্যানিকেনের বোতল সরিয়ে দেন।

ইতালির ম্যানুয়েল লুকাতেল্লিও সংবাদ সম্মেলনে এসে কোকাকোলার বোতল সরিয়ে দিয়ে পানির বোতল রেখেছেন।

তবে রাশিয়ান কোচ স্তানিস্লাভ চেরচেশভ ম্যাচ জেতার পর সংবাদ সম্মেলনে এসে কোকের বোতলে দুই চুমুক দিয়ে ভিন্ন পরিস্থিতির সৃষ্টি করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা