April 24, 2024, 1:48 pm

কারাগারে ‌‘ইয়াবা’ দিতে গিয়ে যুবক গ্রেপ্তার

১৪ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ গাজীপুর জেলা কারাগারে বন্দি মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে ‘ইয়াবা’ ট্যাবলেট সরবরাহ করতে গিয়ে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার সজিব হোসেন (৩৫) গাজীপুর মহানগরের দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ বলেন, রোববার বিকেলে কারাগারের সামনে থাকা কারা ক্যানটিনে ওই বন্দিকে কাপড় সরবরাহ করতে যান সজিব। কারাগারে পাঠানোর আগে কাপড়গুলো কারারক্ষী ইমন হোসেন ক্যানটিনে বসেই তাতে তল্লাশি চালান।

তিনি আরো বলেন, এ সময় তিনি কাপড়ের ভেতরে মাল্টিভিটামিনের একটি কৌটা দেখতে পান। পরে সন্দেহ হলে তিনি সেটি খুলেন এবং ভেতরে পলিথিনে মোড়ানো ১৮ পিস ইয়াবাসদৃশ ট্যাবলেট দেখতে পান। বিষয়টি ওই কারারক্ষী কর্মকর্তাদের খবর দিলে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে রাতে কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল বাদী হয়ে গাজীপুর সদর থানায় মামলা করেন।

জেলার মাসুদ হোসেন জুয়েল বলেন, জনি চৌধুরী নামের এক ব্যক্তি চার মাস আগে গাজীপুর সদর থানা এলাকায় গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক ১ বছরের সাজা দিয়ে গাজীপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাবন্দি জনিকেই তার পরিচিত সজিব হোসেন মাদক দিতে গিয়েছিলেন।

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার সজিবকে সোমবার সকালে আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা