April 18, 2024, 6:49 am

জাকির হোসেন একটি প্রতিষ্ঠান

৪ মে,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,  মেঘনা প্রতিনিধি :” মানুষ মানুষের জন্য “জীবন জীবনের জন্য ” একটু সহানুভূতি কি পেতে পারেনা—- সেই গান বাস্তবে পরিণত নাকি অন্যকিছু  নানা নাটকীয় আলোচনায় বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ রেন্ট এ কার ও ভাই ভাই এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মানিকার চর ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি,  উজান চর গ্রামের কৃতি সন্তান  মোঃ জাকির হোসেন। জাকির হোসেন মানিকার চর ইউনিয়ন এর মানুষের পাশে শুধু করোনাকালীন নয় সব সময় সহযোগিতার হাত বাড়িয়েছেন যা বিভিন্ন মিডিয়ার কল্যাণে দৃশ্যমান। তিনি মসজিদ, কবরস্থান, মাদ্রাসা নিজস্ব অর্থায়নে পরিচালিত করছেন। জাকির হোসেন করোনাকালীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিয়েছেন এম্বুলেন্স। প্রধানমন্ত্রীর ঘর উপহারে জমি দিয়ে স্থানীয় প্রশাসনের ডাকে সাড়া  দিয়েছেন। তিনি একজন ধনকুবের, দানবীর, গণমাধ্যম কর্মীদের ও সুহৃদ। শত শত কর্মী সমর্থক রয়েছে তার। মানুষের মুখে মুখে শুনা যাচ্ছে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার কথা রয়েছে। তবে জাকির হোসেন বিভিন্ন দানের খবর মিডিয়ার কল্যাণে যা দেখেছে এলাকাবাসীর নিকট  অবিস্বরণীয়। তরুণ এই মানবিক মানুষটার ছুটে চলায় সরগরম পুরো মেঘনা। সকল শ্রেনী পেশার মানুষের সাথে রয়েছে বিশেষ সখ্যতা। ধীরে ধীরে প্রতিষ্ঠিত ব্যক্তিটি প্রতিষ্ঠানে রুপ নিচ্ছে। বিশেষ বিশেষ ব্যক্তিদের সাথে সখ্যতা তৈরি করা, সাধারণ মানুষের পাশে, কর্মীদের পাশে, মন উজাড় করে থাকা, বিভিন্ন ব্যবসার  মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে পুরো তোলপাড় সৃষ্টি করেছেন জাকির হোসেন। ইদানীং তার কর্মকাণ্ড নিয়ে অনেকে উদাহরণ হিসেবে বলতে দেখা যায়। সারা জীবন নিজের এই অঢেল সম্পদ মানুষের মাঝে বিলিয়ে সাধারণ মানুষের পাশে সাধারণ হয়ে থাকার কথাই সাংবাদিকদের বিভিন্ন সময় বলেছেন। তার এগ্রো ফার্মের গরু, ছাগল, মাছ স্থানীয় আমিষের চাহিদা মেটাতে যথেষ্ট সহায়ক। বিশাল ও দৃষ্টিনন্দন বাড়ি, নিপুণ কারুকাজ সংবলিত ভবন ছেড়ে দিনরাত ছুটে চলে মানুষের কাছে। অনেক শুভাকাঙ্ক্ষী রয়েছে  এই ব্যক্তির। একজন জনদরদী, সফল ব্যবসায়ী, নমনীয় জাকির হোসেন একটি প্রতিষ্ঠানে রুপ নেয়।( পর্ব-১)


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা