March 29, 2024, 6:11 am

মেঘনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

১৭ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় কর্মসূচির সাথে সঙ্গতি রেখে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। আজ বুধবার  প্রত্যুষে ৩১বার তোপধ্বনি মধ্য দিয়ে দিবস টি শুরু হয়।এ সময় উপস্থিত ছিলেন —  সকাল ৫.৫৬মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,এমপি সেলিনা ইসলাম  সহ বিভিন্ন সংগঠন। , সূর্যদয়ের সাথে সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য সম্পর্কে ভিডিও চিত্র উপস্থাপন, সকাল ১১টায় দিবসটি উপলক্ষে উপজেলা কনফারেন্স রুমে মুক্তিযোদ্ধা সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে  উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে আলোচনা সভা পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, সহকারী কমিশনার ভুমি কামরুল হাসান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জালাল হোসেন  সহ বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, প্রমুখ। বাদ জোহর সকল ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, এতিমখানা ও হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন সহ বেলা ৩ টা ৩০ মিনিটে জাতির পিতার জীবনালেখ্যর ভিত্তিতে প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়। এই দিবস টি উপলক্ষে  গত ১৩ -১৪ মার্চ সীমিত আকারে উপজেলা পর্যায়ে ও শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, রচনা, কবিতা, আবৃত্তি, ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতার আয়োজন করা হয় ১৬ – ১৭ মার্চ সন্ধ্যায়  সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আলোক সজ্জায় সজ্জিত করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা