April 19, 2024, 8:02 pm

গজারিয়ায় আতশবাজি ফুটানোকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত, থানায় মামলা

৩০ মার্চ,২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলায় বালুয়াকান্দি ইউনিয়নে শবেবরাত রাতে মসজিদে নামাজ আদায় চলাকালীন মসজিদ সংলগ্ন এলাকায় আতশবাজি ফুটানো কে কেন্দ্র করে মুসল্লী ও বখাটেদের সংঘর্ষে তিনজন আহত হওয়ার অভিযোগের প্রেক্ষিতে গজারিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।
অভিযোগের বাদী আহত লিয়াকত আলী জানান বালুয়াকান্দি শান্তিনগর এলাকায় মসজিদে নামাজ আদায় কালীন সময় ছোট রায়পাড়া এলাকার আমিরুল ইসলামের ছেলে আছিব , হাবি মিয়ার ছেলে মোখলেছ ,শুকুর আলীর ছেলে হৃদয় সহ ৫ থেকে ৬ জন বখাটেদের একটি চক্র অবিরাম আতশবাজি ফুটাতে থাকে । তাদের নিষিদ্ধ কাজে ধর্মীয় এবাদতের বিঘ্ন ঘটায় বাধা প্রদান করলে মুসল্লিদের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায় । হামলায় জোবায়ের হোসেন, রাসেল ও আমি নিজে আহত হই। এই ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া থানায় ২৯ মার্চ রাতে বখাটে চক্রদের আছিব ,মুখলেস ,হৃদয় সহ কয়েক জনের নামে অভিযোগ দায়ের করি । তিনি আরও জানান আহত জোবায়ের গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।গজারিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন জানান আতশবাজি ফুটানো কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে । বাদী লিয়াকত আলীর অভিযোগের ভিত্তিতে একটি মামলা নেওয়া হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা