March 29, 2024, 11:10 am

টাঙ্গাইলে করোনা ভাইরাসের টিকাদান কর্মসূচির উদ্বোধন

৭ ফেব্রুয়ারি   ২০২১, বিন্দুবাংলা টিভি . কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল :

সারাদেশের ন্যায় টাঙ্গাইলেও করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।
রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়।

জেলা প্রশাসক ড. আতাউল গনির টিকা নেয়ার মাধ্যমে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন  হয়েছে।

এরপর পর্যায়ক্রমে টাঙ্গাইল পুলিশ সুপার রঞ্জিত কুমার রায়, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহম্মেদ পর্যায়ক্রমে টিকা গ্রহণ করেন।

এসময় টিকা গ্রহণকারীরা বলেন,টিকা নিয়ে অনেক কথা শুনেছি, কিন্তু আসলেই টিকা গ্রহণের পর কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করি নি।অবশেষে টাঙ্গাইল জেলার সর্বসাধারণ কে করোনা ভাইরাসের প্রতিশোধক হিসেবে টিকা নেয়ার আহবান জানান টিকা গ্রহণকারীরা।

এ বিষয়ে টাঙ্গাইলের সিভিল সার্জন জানান,পর্যায়ক্রমে ধাপে ধাপে নিবন্ধনকারীদের টিকা প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা