হোমনায় আওয়ামীলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা সৈয়দ ইসমাইল হোসেনের জানাজায় মানুষের ঢল

১১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার :কুমিল্লার হোমনা-মেঘনা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক সৈয়দ মো.ইসমাইল হোসেন অার নেই। তিনি গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে বার্ধক্যজনিত কারণে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেন হোমনা-তিতাস আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ (মেরী), কুমিল্লা (উ:) জেলা আওয়ামীলীগ সহ উপজেলা প্রশাসন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁর মৃত্যূতে হোমনা উপজেলা আওয়ামীলীগ শনিবার একদিনের শোক ঘোষণা করেন।
মৃত্যুকালে তিনি ৩ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য রাজনৈতিক নেতাকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।
গতকাল বাদ মাগরিব হোমনা অাদর্শ স্কুল মাঠে গার্ড অফ অর্নার ও জানাযা নামাজ শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, উত্তর জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ পারভেজ হোসেন সরকার। হোমনা অাওয়ামীলীগ এর সভাপতি অধ্যাপক অাঃ মজিদ,সাধারন সম্পাদক সিদ্দিকুর রহমান অাবুল,যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মোঃ ইলিয়াস, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন সরকার,সেচ্ছাসেবকলীগ সভাপতি দেলোয়ার হোসেন (ফারুক) সহ অাওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ সহ প্রায় ৫ সহস্রাধিক ব্যক্তিবর্গ।