April 18, 2024, 7:10 pm

সাংবাদিক মিজানুর রহমান খান আর নেই

১১জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :

 বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান (৫৩) আর নেই।

সোমবার ১১ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে সমস্যা বাড়লে সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাঁকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসা করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়। আজ সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
দেশের গনমাধ্যম জগতে এক মেধাবী নাম সাংবাদিক মিজানুর রহমান খান। আইন সংবিধান বিষয়ক সাংবাদিকতা ও তথ্য-ভিত্তিক বিশ্লেষনে তার পান্ডিত্য ছিল অসাধারণ। তার মৃত্যুর সংবাদে গনমাধ্যম জগতে শোকের ছায়া বিরাজ করছে।
তার মৃত্যু দেশের সাংবাদিকতায় এক অপূরনীয় ক্ষতি। বিন্দুবাংলা টিভি পরিবার তার মৃত্যুতে শোকাহত।

বিশিষ্ট সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের মৃত্যুতে দেশের জাতীয় পর্যায়ের সকল সাংবাদিক সংগঠন শোক ও দূঃখ প্রকাশ করে বাণী দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা