April 19, 2024, 7:04 am

অস্ট্রিয়ায় সাবেক অর্থমন্ত্রীর আট বছরের কারাদণ্ড

৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অস্ট্রিয়ায় সাবেক অর্থমন্ত্রী কার্ল-হেইঞ্জ গ্র্যাসারকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মালিকানাধীন হাজার হাজার অ্যাপার্টমেন্ট বিক্রির চুক্তিতে ঘুষ ও মিথ্যা দেওয়ার প্রমাণ পাওয়ায় শুক্রবার (৪ ডিসেম্বর) ভিয়েনার একটি আদালত এ রায় দেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আদালত বলেছেন, গ্র্যাসার ৯ মিলিয়ন ডলারের (৮ দশমিক ১ মিলিয়ন ডলারের) বেশি কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন।

এদিকে, এ রায়ের বিরুদ্ধে গ্র্যাসার আপিল করবেন বলে খবরে বলা হয়েছে। গ্র্যাসার ২০০০ সালে দেশটির ইতিহাসে সর্বকনিষ্ঠ অর্থমন্ত্রী নির্বাচিত হন।

এ মামলায় মোট ১৪ আসামি করা হয়েছে। তাদের মধ্যে কেউ অর্থপাচার, কেউ জালিয়াতির অন্তর্ভুক্ত।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা