March 28, 2024, 8:47 am

মেঘনায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

১৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক, মেঘনা : সারা দেশের ন্যায়   কুমিল্লার মেঘনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২০ পালন করা হয়। আজ বুধবার প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে শুভ সুচনার পর পুরো উপজেলার সরকারি, বেসরকারি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলন,         ” মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ”     ও” বঙ্গবন্ধু শেখ মুজিব” ম্যুরালে  স্থানীয় সাংসদ সুবিদ আলী ভূইয়ার পক্ষে নেতৃবৃন্দ,      উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল,    আওয়ামিলীগ, বিএনপি, মেঘনা উপজেলা প্রেসক্লাব,  উপজেলা শিল্পকলা একাডেমি, লেডিস ক্লাব, সহ বিভিন্ন পর্যায়ের    সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। প্রথমে উপজেলা প্রশাসন পুস্পস্তবক অর্পণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়, মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ,  উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার,         সহকারী কমিশনার ভূমি কামরুল হাসান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ। উপজেলা  আওয়ামিলীগ , যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ সহ অংগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে পুস্পস্তবক অর্পণ করার সময় উপস্থিত ছিলেন উপজেলা বাস্তবায়ন কমিটির সভাপতি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শফিকুল আলম, উপজেলা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক, আওয়ামীলীগের সাধারন সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম,  খন্দকার জহির, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মজিবুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক আব্দুল আল বাকী শামিম, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাস্টার, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ ও বিভিন্ন পর্যায়ের সামাজিক নেতৃবৃন্দ। এ দিকে উপজেলা বিএনপি ও অংগসংগঠনের পক্ষ থেকে  বিভিন্ন সময়ে মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। প্রথমে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজহারুল হক শাহিন, যুগ্ম আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান ভূইয়া, সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ পরে উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব  সালাউদ্দিন সরকার, যুগ্ম আহবায়ক আব্দুল অদুদ মুন্সি, যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান, এডভোকেট কামরুজ্জামান, যুবদলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান দিপু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এডভোকেট সাইফুদ্দিন রতন, ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুতালেব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  সকাল ১১ টায়    বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে        ভার্চুয়াল  সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা -১ আসনের সংসদ সদস্য, প্রতিরক্ষা      মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি  মেজর অব : সুবিদ আলী ভূইয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, অফিসার ইনচার্জ আবদুল মজিদ  সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ।         বাদ যোহর শহিদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত ও জাতির শান্তি কামনায় উপজেলার প্রত্যেক উপাসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে  বিশেষ মোনাজাত ও  দোয়া  করা হয় । হাসপাতাল ও এতিম খানায় উন্নত মানের খাবার পরিবেশন সব শেষে বিকেলে  ভার্চুয়ালি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা