বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু

২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
রাজধানীর যাত্রাবাড়ীতে ভাই ভাই সুপার মার্কেটের ভেতরে একটি দোকানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৫) নামের এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সহকর্মীরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
রবিউলের সহকর্মী জান্নাত হোসেন জানান, রবিউল নারায়ণগঞ্জের রূপগঞ্জের একটি দোকানে ছুরি, কেচি ধার দেওয়ার কাজ করতেন। আজ রূপগঞ্জের দোকান বন্ধ থাকায় সে আমাদের বাদল সান ঘর নামের কেচির সানের দোকানে ছুরি সান ধার দেওয়ার সময় হঠাৎ মোটর থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
রবিউল ইসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোহাম্মদ মানু মিয়ার সন্তান।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।