March 28, 2024, 8:55 pm

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে ইন্ধন, সাংবাদিকের ফাঁসি

১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

২০১৭ সালের অর্থনৈতিক বিক্ষোভে ইন্ধন জোগানোর অভিযোগে সাংবাদিক রুহোল্লাহ জামের (৪৭) প্রাণদণ্ড কার্যকর করলো ইরান। ফাঁদ পেতে তাকে ইরাক থেকে অপহরণ করেছিলো ইরানের গোয়েন্দা সংস্থা।

আমেরিকার নিষেধাজ্ঞার চাপে থাকা ইরান সরকারের অন্যতম তীব্র সমালোচক রুহোল্লাহ জামের মৃত্যুতে বাক-স্বাধীনতা হরণ করার অভিযোগে তেহরানের সমালোচনায় সরব হয়েছে ফরাসি সংবাদমাধ্যম। অপহরণ করার আগে তিনি প্যারিসে বসবাস করছিলেন।

মনে করা হচ্ছে, জামকে অপহরণ ও ফাঁসি দেওয়ার ফলে ইউরোপজুড়ে বিরোধীদের কণ্ঠরোধ করার পথে আরো এক কদম এগোল তেহরান। এছাড়া ট্রাম্প জমানার অন্তিম লগ্নে ফ্রান্স-সহ ইউরোহীয় রাষ্ট্রগুলোর উপরে পরমাণু নিষেধাজ্ঞা তোলার বিষয়ে চাপ সৃষ্টি করতেও জামের মৃত্যু প্রভাব ফেলবে বলে মনে করছে ইরান।

ইরানি সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাক-স্বাধীনতার বিরুদ্ধে মারাত্মক আঘাত, জানিয়েছেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদস্য ডায়ানা এলটাহাউই। প্রতচিবাদ রোধ করতে নিষ্ঠুর পদক্ষেপ করে ভীতি ছড়াতে চাইছে তেহরান, বলছেন তিনি।

ইরানি টেলিভিশনে জামকে আগাগোড়া ‘দাঙ্গার নেতা’ হিসেবে বর্ণনা করা হয়েছে। গত জুন মাসে তার মৃত্যুদণ্ড ঘোষণা করে ইরানের আদালত। তার বিরুদ্ধে ‘বিশ্বের দুর্নীতি’র অভিযোগ আনা হয়েছিলো, যা সাধারণত ইরানের সরকারকে ক্ষমতাচ্যুত করা অথবা ইরানের বিরুদ্ধে চরবৃত্তির মতো অভিযোগের শামিল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা