March 28, 2024, 8:46 am

২২ কেজি ওজনের মাছ বিক্রি হলো আড়াই লাখ টাকায়

১৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বরগুনার পাথরঘাটায় বিএফডিসি মৎস্য অবতরণকেন্দ্রে ২২ কেজি ওজনের একটি ভোল মাছ ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় বিক্রি করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) পাথরঘাটার ছগির হোসেনের আড়ত থেকে মাছটি কেনেন স্থানীয় পাইকার ইউসুফ মিয়া।

ছগির হোসেন বলেন, ‘সুন্দরবন এলাকার জেলে সুকুমার বহাদ্দার আজ সকালে আমাদের আড়তে ভোল মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন। তিনি মাছটির দাম চান সাড়ে ৪ লাখ টাকা। পরে ইউসুফ মিয়া ২ লাখ ৪৭ হাজার ৫০০ টাকায় সেটি কেনেন। সে হিসেবে প্রতি কেজি মাছের দাম পড়েছে ১১ হাজার ২৫০ টাকা।’

ইউসুফ মিয়া বলেন, ‘আন্তর্জাতিক বাজারে এ মাছের ব্যাপক চাহিদা আছে। এজন্য এত দাম দিয়ে মাছটি কিনেছি।’

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ‘ভোল মাছ সচরাচর পাওয়া যায় না। বিদেশে এ মাছের চাহিদা আছে বলে শুনেছি।’

বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, ‘তিন ধরনের মাছের এয়ার ব্লাডার বা বায়ুথলি বেশ দামি। এগুলো হলো—কোরাল, ভোল ও মেদ মাছ। ভোল মাছ গভীর সাগরের মাছ। এখন এই মাছ কম ধরা পড়ে। মাছটি স্বাদে অনন্য। ভোল মাছ বিদেশে রপ্তানি হয়। বিদেশে বিভিন্ন হোটেলে স্যুপ রান্নায় ব্যবহৃত হয় এ মাছ। এছাড়া, দামি ওষুধ তৈরিতেও এ মাছ ব্যবহার করা হয়।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা