April 19, 2024, 7:23 am

গুপ্ত হামলায় খুন ‘ইরানি বোমার জনক’

২৭ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

গুপ্ত হামলায় খুন হয়েছেন ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী। শুক্রবার রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে এ ঘটনা ঘটেছে বলে দেশটির আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে।

হত্যার শিকার ওই বিজ্ঞানীর নাম মোহসিন ফখরিজাদেহ।  তেহরান থেকে ৪৩ মাইল পূর্বে আবসার্দ শহরে তাকে হত্যা করা হয়েছে।

ইরানের গোপন পারমাণবিক অস্ত্র প্রকল্পের পেছনে ফখরিজাদেহর মুখ্য ভূমিকা ছিলো বলে পশ্চিমা গোয়েন্দাদের ধারণা। তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে আখ্যা দিতেন কূটনীতিকরা।

ইরানের বিপ্লবী বাহিনীর বরাত দিয়ে তাসনিম বলেছে, ‘দেশের পরমাণু গবেষণা ক্ষেত্রের বিজ্ঞানী মোহসিন ফখরিজাদেহ তেহরানের কাছে সন্ত্রাসীদের হাতে নিহত হয়েছেন।’

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর ফখরিজাদেহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘সশস্ত্র সন্ত্রাসীরা মন্ত্রণালয়ের গবেষণা ও উদ্ভাবন বিভাগের প্রধান মোহসিন ফখরিজাদেহকে বহনকারী গাড়ির ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের সঙ্গে দেহরক্ষীদের সংঘাতের পর গুরুতর আহত ফখরিজাদেহকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। দুর্ভাগ্যবশত চিকিৎসকদলের প্রচেষ্টা ব্যর্থ হয়।’

পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এ ঘটনার নিন্দা জানিয়ে বলেছেন, এটি ‘রাষ্ট্রীয় সন্ত্রাসী কর্মকাণ্ড’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা