March 29, 2024, 5:24 am

কেমিক‌্যাল দিয়ে ভেজাল দুধ: ব্যবসায়ীর কারাদণ্ড

২৫ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের সাটুরিয়ায় পানি ও কেমিক্যাল দিয়ে ভেজাল দুধ তৈরির দায়ে আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল আলম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ইউএনও আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে উপজেলার ফুকুরহাটি গ্রামের আব্দুর রাজ্জাকের বাড়িতে অভিযান চালিয়ে ভেজাল দুধ তৈরির সত্যতা পাওয়া যায়।

রাজ্জাক নিজ বাড়িতে পানি ও এরারুট পাওডারের সঙ্গে কেমিক‌্যাল মিশিয়ে দুধ তৈরি করে তা বাজারজাত করতেন। তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তার তৈরি ভেজাল দুধ ধ্বংস করা হয়েছে বলে জানান ইউএনও আশরাফুল আলম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা