March 28, 2024, 12:08 pm

মেঘনার স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে “বিনিময় শপ’র অনলাইনে পণ্য বিক্রির যাত্রা

১৭ আগষ্ট ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

নিজস্ব প্রতিবেদক।।

বর্তমানে অনলাইনে ব্যবসায় কার্যক্রম দিনদিন বৃদ্ধি পাচ্ছে। আস্থা, বিশ্বাস কে পুঁজি করেই অনলাইনে লক্ষ লক্ষ বেকার যুবক ব্যবসায় শুরু করেছে। তেমনে মেঘনা উপজেলার স্বেচ্ছাসেবকরা মিলে অনলাইনে পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে। তাদের ব্যবসায় থেকে অর্জিত মুনাফার একটা বড় অংশ ব্যয় হবে অসহায় গরীব মানুষদের কল্যানের কাজে।

বিনিময় শপ ডট কম সম্পর্কে, মেঘনা উপজেলার লুটেরচর ইউনিয়নের অন্যতম স্বেচ্ছাসেবক সংগঠন মানবসেবা ট্রাষ্টের সভাপতি রাব্বি হাসান বলেন- আমরা বর্তমানে ছাত্র, স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি দীর্ঘ দিন হলো কিন্তু মানুষের কাছে সাহায্য চাইলে সব সময় পাইনা, টিউশনির টাকা দিয়েই সামাজিক কাজ করার চেষ্টা করি আমরা। তাই বিনিময় শপ ডট কম নামে মেঘনায় অনলাইনে পণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছি এবং মুনাফার অংশ ব্যয় করবো মানুষের কাজে। তাই সবাইকে অনুরোধ করবো যেন আমাদের থেকে পণ্য ক্রয় করে থাকেন। আমরা ইনশাআল্লাহ সব সময় সততা বজায় রেখে ভালো পণ্য বিক্রি করবো।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা