April 18, 2024, 10:48 am

জামালপুরে শিক্ষার্থীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরনের উদ্বোধন

১৭ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
শহিদুল ইসলাম কাজল, জামালপুর : জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসুচীর আওতায় শিক্ষাথর্ীদের মাঝে পুষ্টিকর খাদ্য বিতরনের উদ্বোধন করা হয়েছে।
উন্নয়ন সংঘের আয়োজনে বৃহস্পতিবার উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল।
উপজেলা আওয়ামী লীগের সদস্য নাদের হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এম আবু তাহের,গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী,জেলা পরিবার পরিপল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলাল,উপজেলা ছাত্রলীগ সভাপতি রকিব চৌধুরী,সাধারণ সম্পাদক আলহাজ্ব মিয়া,ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিব রহমান,উপজেলা আ’লীগের সহ দপ্তর সম্পাদক সালাউদ্দিন শাহ,উন্নয়ন সংঘের আরএমও তাহেরুল ইসলাম,উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব,বিংস প্রজেক্ট কো-অডিনেটর হারুনুর রশিদ,ফিল্ড ম্যানেজার আজিজুর রহমান,হাফিজ লিটন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে স্কুলের শিক্ষাথীদের মাঝে বিস্কুট,চাল,ডাল,তেল পুষ্টিকর খাদ্য বিতরন করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ৬টি ইউনিয়নের ৩৩টি স্কুলে এ খাদ্য বিতরন করা হবে বলে জানাগেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা