April 26, 2024, 3:30 am

মেঘনায় আলোচিত তাবাসসুম হত্যা মামলার আসামী সোহরাব হোসেনের দুই দিনের রিমান্ড মঞ্জুর

৪ জুন ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, মহসিন ভূইয়া :কুমিল্লার মেঘনা উপজেলার আলোচিত হত্যা মামলার আসামী সোহরাব হোসেনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে কুমিল্লার আদালত। আজ বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আ: সাত্তার ১০ দিনের রিমান্ড আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন রিমার আদালতে এ রিমান্ড মঞ্জুর করা হয়। সোহরাব হোসেন সাপমারা গ্রামের আ: সালামের ছেলে। উল্লেখ্য গত ১৭ মে উপজেলা বড় সাপমারা গ্রামের ডালিম মিয়ার শিশু কন্যা তাবাসসুম নিখোঁজ হয়, গত ১৮ মে ২০২০ মেঘনা থানায় মোঃ ডালিম মিয়া এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। পরে ১৯ মে একই গ্রামের পাট ক্ষেত থেকে পুলিশ তাবাসসুমের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। এ দিকে নিহত তাবাসসুম এর বাবা ডালিম মিয়া বাদী হয়ে ২১ মে থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এই নৃশংস হহত্যাকান্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বত্র আলোচিত হয়ে পরলে পুলিশ সুপার নুরুল ইসলাম বিপিএম( বার)পিপিএম এর নির্দেশনায় কুমিল্লার একটি চৌকস টিম ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো: ফজলুল করিম ও মেঘনা থানা টিম গভীর তদন্ত করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে ৩ জুন বুধবার গভীর রাতে আসামি কে উপজেলার লুটের চর এলাকা থেকে গ্রেফতার করতে স্বক্ষম হয়। অভিযান পরিচালনা করেন হোমনা – মেঘনা সার্কেল অফিসার এএসপি ফজলুল করিম মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ, তদন্ত কর্মকর্তা এস আই আ: সাত্তার সহ সঙ্গীয় ফোর্স। এ বিষয়ে মেঘনা থানা অফিসার ইনচার্জ বলেন আসামী সোহরাব হোসেন (৩২) কে ঘটনা ঘটার পরেই পালিয়ে যায় পুলিশের সন্দেহ হলে তদন্ত স্বাপেক্ষে প্রযুক্তির মাধ্যমে অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা