April 25, 2024, 6:24 pm

তিনি “তিতাস ভাই “

১৬মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, আলমগীর সরকার :
বড় ভাইয়ের মৃত্যুর শোক ভূলে গিয়ে,করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে তিতাস বাসীকে সচেতন করতে এবং করোনার মহামারিতে দুস্থ, কর্মহীনদের মাঝে সরকারী এবং বিত্তশালী ব্যাক্তিদের খাদ্য সামগ্রী পৌছে দিতে তাপদহ ও ঝর বৃষ্টি উপেক্ষা করে তিতাসের প্রতিটি গ্রাম -গঞ্জে এবং বিভিন্ন হাঁট বাজার চষে বেরাচ্ছেন তিতাস উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ পারভেজ হোসেন সরকার। তাহার এই সাহসিকতা, নিরলস কর্ম পরিধি দিয়ে তিতাস বাসীর নিকট যেমন প্রশংসনীয় হয়েছেন,তেমনি করে পারভেজ হোসেন সরকার একজন তিতাস ভাই উপাধিও পেয়েছেন।’ তিতাস ভাই ‘ হিসেবে স্বর্ণ অক্ষরে ইতিহাস হয়ে থাকবে তিতাসের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে। আমিন ছুম্মা আমন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা