March 28, 2024, 12:08 pm

মেঘনায় “আদর্শ মেঘনা “সামাজিক সংগঠনের পক্ষ থেকে ১০০০ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

১৪ মে ২০২০,বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা প্রতিনিধি :

“মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে ” এই বাক্যগুলো হৃদয়ে ধারণ করে আমরা মেঘনার কতিপয় যুবসম্প্রদায়
করোনা দুর্যোগকালীন গৃহবন্দী, অসহায় শ্রমজীবী মানুষের কথা চিন্তা করে “আদর্শ মেঘনা” সামাজিক সংগঠনের উদ্যোগে আদর্শ মেঘনা ত্রাণ তহবিল এর ফান্ড থেকে সমগ্র মেঘনায় সকলের সহযোগীতা ও সমন্বয়ে আমরা প্রায় – ১০০০ পরিবারের মাঝে ” রমজান ও ঈদ ফুডপ্যাক বিতরণের প্রস্তুতি সম্পন্ন করে আজ ১৪-ই মে সকাল ১০.ঘটিকায় বড়কান্দা ইউনিয়নের বড়কান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উদ্বোধনের মাধ্যমে মেঘনার গৃহবন্দী, কর্মহীন,হতরিদ্র,গরিব, এবং অসহায় পরিবারের মাঝে এ উপহার সমগ্রী বিতরণের কার্যক্রম শুরু হয়েছে ইনশাআল্লাহ।

উক্ত উপহার সমগ্রী বিতরণ অনুষ্ঠানটি উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান,
জনাব, আলহাজ্ব সাইফুল্লাহ্ মিয়া রতন (শিকদার),
উপজেলা নির্বাহীক কর্মকর্তা,
জনাব, প্রবীর কুমার রায়,
মেঘনা থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব, আব্দুল মজিদ,
বড়কান্দা ইউনিয়ন চেয়ারম্যান, মাজারুল (হক) সাহেব’সহ
উপস্থিত ছিলেন, মেঘনার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,মেম্বারসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা ৷ এ সংগঠনের পরিচালক সাকিব মিয়াজি বলেন,

উপহার সামগ্রী বিতরণে যারা সহোযোগীতা করতেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এবং যাদের কথা না বললেই নয়, যারা দুই দিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে
মেঘনার গৃহবন্দী, পরিবারগুলোর দুয়ারে গিয়ে উপহার সামগ্রী পৌছে দিয়েছেন সেই সকল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ জানাই।

মহান আল্লাহ পাক আমাদের এই নিঃস্বার্থ কাজগুলোকে কবুল করুন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা