March 29, 2024, 2:10 am

টাঙ্গাইলে শিশুদের জন্য ফাউন্ডেশনের উদ্যেগে কৃষকের ধান কেটে দিলো সংগঠনের স্বেচ্ছাসেবকরা

১৬ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান :
টাঙ্গাইলের সদর উপজেলার করটিয়া ইউনিয়নের নামদার কুমুল্লী খানপাড়া গ্রামে কৃষক আরিফ খানের ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছে সামাজিক সংগঠন শিশুদের জন্য ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবকরা

জানা যায়, আজ ভোর থেকে বিকাল পর্যন্ত ফাউন্ডেশনের ১৫ জন স্বেচ্ছাসেবী ধান কাটা ও মাড়াই করার কাজে অংশ নেন।

ফাউন্ডেশনের অর্থ সচিব মির্জা তৌহিদুল ইসলাম বলেন,” জীবনের প্রথম বার ধান কেটেছি,যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ নয়,তবে আনন্দ অনুভব করেছি কৃষকের পাশে দাঁড়াতে পেরে।”

কৃষক আরিফ খান বলেন,” করোনার এই সময় জমির ধান পেকে গেলেও ঘরে তুলতে পারিনি শ্রমিক সংকটের জন্য,তখন ধান কাটতে এগিয়ে আসেন এই ভাইয়েরা। আমার খুব উপকার হল।”

শিশুদের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুঈদ হাসান তড়িৎ বলেন,” মাননীয় প্রধানমন্ত্রী করোনা দূর্যোগে কৃষকের ধান কেটে দিতে শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন,সেই আহবানে সাড়া দিয়ে এই গরীব কৃষকের ৪৫ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে দিয়েছি আমরা। আগামীতেও কৃষকের পাশে থাকবো।”


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা