April 20, 2024, 9:44 am

২৪ ঘণ্টায় আরো ১৮২ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৫

১৩ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক :

দেশে  গত ২৪ ঘণ্টায় আরো ১৮২ জন করোনা ভাইরাসে  আক্রান্ত হয়েছেন। এছাড়া মারা গেছেন আরো ৫ জন। আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি জানান, গত ২৪ঘণ্টায় ১৮২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৮০৩। আর নতুন ৫জনসহ মোট মৃতের সংখ্যা ৩৯।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ধীরে ধীরে সংখ্যা বাড়লেও গত কয়েকদিনে তা কয়েকগুণ হয়েছে।

চীনের উহান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসটি এখন সারাবিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে। প্রতিদিন গড়ে ৫ হাজার করে প্রাণ কেড়ে নিচ্ছে করোনা। এখন পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী ভাইরাসটিতে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৩৩২ জন। এছাড়া আক্রান্তের সংখ্যা সাড়ে আঠারো লাখ ছাড়িয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা