March 28, 2024, 8:13 pm

গজারিয়ায় ৩ করোনা রোগী সনাক্ত, স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ ঘোষণা

১১ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান,
গজারিয়া প্রতিনিধিঃ আজ শনিবার গজারিয়ায় ৩ জন সহ মুন্সীগঞ্জে ৭ জন করোনা রোগী সনাক্ত।
গজারিয়ায় এই প্রথম করোনায় আক্রান্ত তিন রোগী সনাক্ত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার মধ্য রাতে জরুরি ফোনে মুন্সীগঞ্জের সিভিল সার্জনকে বিষয়টি অবহিত করেছেন আইইডিসিআর।

করোনা আক্রান্তরা হলেন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ও হাসপাতাল স্টপ আরেকজন জন উপজেলাটির ভবেরচর ইউনিয়ন এর লক্ষীপুরা গ্রামের জামাতা

সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো সংক্রামিত হওয়ায় আইইডিসিআর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ করে দেয়া নির্দেশনা প্রদান করেছেন। সেকমোর সাথে যারা ডিউটি করেছেন তাদের হোমকোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে বলে জানান।
গত ৭ এপ্রিল তাদের সোয়াব সংগ্রহ করা হয়। ৮ এপ্রিল পরীক্ষার জন্য ১৬ জনের নমুনা ঢাকায় প্রেরণ করা হয়। এর মধ্য থেকেই ৭ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা