April 20, 2024, 1:24 pm

করোনা: মেঘনায় বহিরাগত ঠেকাতে নৌ পথে নৌ, থানা পুলিশের ২৪ ঘন্টা টহল

১৪ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : করোনা ভাইরাস প্রতিরোধে কুমিল্লার মেঘনা উপজেলায় নৌপথে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকাতে নৌ পুলিশ ও মেঘনা থানা পুলিশ ২৪ ঘন্টা টহলের ব্যবস্থা নিয়েছে। মেঘনা থানা অফিসার ইনচার্জ আবদুল মজিদ এ তথ্য নিশ্চিত করেন। মেঘনা – কাঠালিয়া নদী বেষ্টিত মেঘনা উপজেলা, সড়ক পথের পাশাপাশি নৌ পথে একাধিক পথ রয়েছে উপজেলা প্রবেশের ফলে ঢাকা – না :গঞ্জ থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আধারে অনেকেই মেঘনা প্রবেশ করেন, এলাকাবাসীর তথ্য মতে প্রশাসন বহিরাগত দের খুঁজে বের করে হোম কোয়ারেন্টাইনে ও বাড়ি লকডাউন করেন। বহিরাগত এলাকা থেকে যেন কোন স্বজন মেঘনা প্রবেশ করতে না পারে স্থল পথের পাশাপাশি নৌ পথে আজ থেকে ২৪ ঘন্টা প্রতিটি প্রবেশ মুখে টহলের ব্যবস্থা করেছে নৌ ও মেঘনা থানা পুলিশ । অফিসার ইনচার্জ আবদুল মজিদ মেঘনাবাসীর প্রতি অনুরোধ করেন কোন আত্বীয় স্বজন যেন মেঘনায় প্রবেশ না করে সেই দিকে খেয়াল রাখতে। এ দিকে উপজেলার সিমান্তবর্তী তিতাস, দাউদকান্দি, গজারিয়া ও সোনার গাও উপজেলায় করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা