April 19, 2024, 9:33 pm

করোনাভাইরাসকে এখনো মহামারি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট।

১৮ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার :
প্রাণঘাতী করোনাভাইরাসকে এখনো মহামারি ঘোষণা না করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। সম্ভব হলে আজকের (১৮ মার্চ) মধ্যেই এই ভাইরাসকে মহামারি ঘোষণা করে গেজেট প্রকাশ করতেও বলেছেন আদালত। বুধবার (১৮মার্চ) হাইকোর্টে করোনাভাইরাস নিয়ে দায়ের করা এক রিটের শুনানি করে বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এ নির্দেশনা দেন। আদালত জানান, বৃহস্পতিবার এ রিট বিষয়ে আদেশ দেয়া হবে।

করোনাভাইরাস থেকে সুরক্ষায় সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালত বন্ধ চেয়ে হাইকোর্টে রিটটি দায়ের করেন সুপ্রিমকোর্টের আইনজীবী হুমায়ুন কবির পল্লব। একইসঙ্গে বিদেশ ফেরতদের বাধ্যতামূলক সরকার নিয়ন্ত্রিত কোয়ারেনটাইনে রাখতে নির্দেশনাও চাওয়া হয়েছে রিটে। রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা