April 16, 2024, 8:48 am
সর্বশেষ:
মেঘনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত মেঘনায় কাঁঠালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার ঈদ সামগ্রী বিতরণ মেঘনায় বিনোদন কেন্দ্র না থাকায় ঈদ আনন্দে ভাটা, নিরসন জরুরি এততান কিরতি আনছত, ঘরে আছেনা! মেঘনায় গণ ও যুব অধিকারের ইফতার বিতরণ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী মৎসজীবী লীগ : খোকন সভাপতি শরীফ হোসেন সম্পাদক মেঘনায় দোকানে আগুনের ঘটনায় বাবাসহ দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রথম বারের মত শতভাগ অনলাইনে মনোনয়ন ফরম জমা দিবে প্রার্থীরা : মো.মুনীর হোসাইন খান রিটার্নিংকর্মকর্তার সাথে আচরণ বিধির মতবিনিময়ের পরেই এক প্রার্থী অপর প্রার্থীকে হুমকির অভিযোগ 

নকলায় করোনা রোধে হাটবাজারে জনসমাগম বন্ধ করলেন স্থানীয় প্রশাসন

৩০ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলায় করোনা ভাইরাস বিস্তার রোধে জনসমাগম বন্ধে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। উপজেলার পৌরশহরসহ বিভিন্ন হাটবাজারে যাতে জনসমাগম না হয় সে জন্য পুলিশ ও উপজেলা প্রশাসন মিলে প্রচারণা চালিয়ে যাচ্ছে। নিরাপদ দূরত্ব বজায় রেখে হটবাজার ও ওষুধ দোকানে গোলবৃত্ত আকা হয়েছে। প্রতিদিনই উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এবং নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন শাহ উপজেলার বিভিন্ন গ্রামে জনসচেতনা সৃষ্টিতে ছুটে বেড়াচ্ছেন।
এরই অংশ হিসেবে সোমবার নকলা হাট বাজারের দিনে জনগণের ভীড় দেখে হ্যান্ড মাইক হাতে নিজেই প্রচারে নামেন ইউএনও জাহিদুর রহমান এবং ওসি আলমগীর হোসেন শাহ। এসময় জনসমাগম এড়িয়ে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে তারাতারি ঘরে ফেরার আহবান জানান। পরে ভীড় বেশি হলে বাজার বন্ধ ঘোষনা করে দেন।
এদিকে শহরের গুরুত্বপূর্ণ স্থান, রাস্তাঘাটসহ মসজিদ সমূহে পৌর সভার পক্ষথেকে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে জীবানু মুক্ত করা হচ্ছে। কাজ করে যাচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠন সমূহও । বিভিন্ন সংস্থ্যা ও ব্যক্তি উদ্যোগে বিতরণ করা হচ্ছে সাবান, মাস্ক ও বিভিন্ন সরঞ্চাম। ইউএনও জাহিদুর রহমান বাড়ি বাড়ি গিয়ে হতদরিদ্রদের মাঝে খাবার সামগ্রীও বিতরণ করছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা