March 28, 2024, 9:19 pm

অহেতুক পিপিই পরবেন না, যারা সেবা করবেন তারাই পরবেন

৩১ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাস প্রতিরোধে অহেতুক ব্যক্তিগত সুরক্ষা সুরঞ্জাম (পিপিই) পরবেন না, যারা সেবা দিবেন তারাই পরবেন। এছাড়া শুধু মাস্ক পরলেই যথেষ্ট। এ সময় তিনি নিয়মিত হাত ধোয়ার ওপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার (৩১ মার্চ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ নির্দেশনা দেন।

ভিডিও কনফারেন্সে তিনি করোনা প্রতিরোধে জেলা প্রসাশনের পদক্ষেপের কথা শুনেন এবং নানা দিকনির্দেশনা দেন।

বাংলাদেশে এ পর্যন্ত ৪৯ জনের শরীরে করোনার সংক্রমণ হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৯ জন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা