March 29, 2024, 10:09 am

ফেনী-ছাগলনাইয়া ভায়া বক্সমাহমুদ সড়কে চালু হচ্ছে বাস সার্ভিস : স্থায়ীত্বতা নিয়ে সন্ধিহান জনগণ

১ জানুয়ারি ২০২০, বিন্দুবাংলা টিভি. কম
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনী জেলাধীন ছাগলনাইয়া উপজেলা শহরে থাকা সরকারী ও বিভিন্ন বেসরকারী স্কুল কলেজ গুলিতে দূর-দূরান্ত থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে,প্রায় দীর্ঘ দুইযুগ পর ফেনী-ছাগলনাইয়া টু বক্সমাহমুদ সড়কে আজ থেকে পুণঃরায় চালু হচ্ছে বাস সার্বিস।দুইযুগ পূর্বে এই সড়কে বাস চলাচল বন্ধ হওয়া পরবর্তী সড়কটিতে প্রতিদিন যাতায়াত করা যাত্রীদের এক সময়ে দখলে নিয়েছিল,টেক্সী,টেম্পু,মেক্সী ও কাটা সিএনজি নামীয় এক প্রকার যানবাহনের মালিক এবং চালকরা।যুগের পরিবর্তনের সাথে সাথে ওই যানবাহন গুলির মধ্যে প্রথম তিনটি যানবাহন একেবারে বিলুপ্ত হয়ে গেলে ও এখনো কাটা সিএনজি নামীয় যানবাহনটি মাঝেমধ্যে সড়কটিতে রির্জাভ ভাড়ায় যাত্রী বহনরত অবস্থায় দেখাযায়।বর্তমানে সড়কটির যাত্রীদের পুরোটাই দখলে নিয়ে নিয়েছে,ভারত থেকে আমদানীকৃত ৫ জন যাত্রী ধারন ক্ষমতা সম্পন্ন সিএনজি অটোরিক্সা নামীয় এক দরনের ছোট যান।ছাগলনাইয়া উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলা গুলির বিভিন্ন আঞ্চলিক সড়কসহ গ্রামগঞ্জের সড়ক গুলিতে বর্তমান সময়ে রির্জাভে বা ভাড়ায় যাত্রী বহনে,সিএনজি অটোরিক্সা নামীয় যান গুলি দিনে রাতে পিঁড়ার মত বিচরন করছে।বর্তমানে এই উপজেলাটিতে যাত্রী বহনে ২৪ ঘন্টা নিয়োজিত রয়েছে অগণিত সিএনজি অটোরিক্সা।পূর্বে যখন এই সড়কটিতে বাস সার্বিস চালু ছিল তখন এই সড়ক দিয়ে,যে সকল যাত্রীরা নিয়োমিত যাতায়াত করতো তারা বাড়ী থেকে অনেক দূর হেঁটে এসে নির্দিষ্ট বাস স্টপেজে এসে বাস আসার অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে হত।এক সময়ে বাড়ী থেকে অনেক দূর হেঁটে এসে যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতো যাত্রীরা।বর্তমানে যাত্রীদের বাড়ীর দরজায় যাত্রীদের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে যানবাহন।
এমন পরিস্থিতিতে দীর্ঘদিন পূর্বে এই সড়ক থেকে বিলুপ্ত হয়ে যাওয়া,বাস সার্বিসটি পুণঃরায় চালু হচ্ছে শুনে মিশ্র প্রতিক্রিয়া পোষন করছে এলাকাবাসী।বাস সার্বিস চালু হচ্ছে শুনে এলাকার তরুণ প্রজন্ম এটিকে স্বাগত জানালে ও বাস্তববাদিরা তরুনদের এই স্বাগত জানানোটিকে ক্ষণিক কালের আবেগি বহিঃপ্রকাশ বলে মনে করছেন।তার কারণ বর্তমান সময়ে যে এলাকার তরুণরা বিদ্যালয়ের গন্ডি পার হওয়া মাত্র কলেজ যেতে অভিবাবকদের কাছে বায়না দরেন মোটর সাইকেল কিনে দিতে,সেই এলাকার তরুণদের কলেজ যেতে বাস সার্বিস চালু করার দাবী তোলাটা আবেগি না বাস্তবিক সিদ্ধান্ত ছিলো সেটি যাচাই না করে,কর্তৃপক্ষ হঠাৎ বাস সার্বিস চালু করার সিদ্ধান্ত নেওয়াটা কতখানি যুক্তিযুক্ত হয়েছে,সেটি অল্প সময়ের মধ্যেই তারা বুঝতে পারবেন।তাছাড়া ছাগলনাইয়া টু বক্সমাহমুদ সড়কে সদ্য চালু হওয়া বাস সার্বিসটির স্থায়ীত্বতা কতদিন হতেপারে সেটাই এখন দেখার বিষয়।বিজ্ঞ জনদের অভিমত সময় জ্ঞান সম্পন্ন কোন মানুষ এই সড়কে চালু হওয়া বাস সার্বিসে করে যাতায়াতের লক্ষে কোনদিন ও এক মিনিট পরে যাবে বলে অপেক্ষা করে বসে থাকবে না।
ছাগলনাইয়া টু বক্সমাহমুদ সড়কে জিলানী মিনি বাস সার্বিস চালু করণে সিদ্ধান্ত চূড়ান্ত করণ পরবর্তী ৩১ ডিসেম্বর সন্ধ্যায় ছাগলনাইয়া উপজেলা অডিটরিয়ামে একটি মতবিনিময় সভা করেছে,ছাগলনাইয়া উপজেলা প্রশাসন।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের,সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক মজুমদার এনাম।সভায় অন্যান্যদের মাঝে ছাগলনাইয়া প্রেসক্লাব দুই অংশের সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা