March 28, 2024, 9:30 pm

ফেনী সীমান্তে ১ কোটি ১৫ লক্ষ ১৭ হাজার টাকার সেনেগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি

১১ ডিসেম্বর ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনীর ছাগলনাইয়া উপজেলাধীন ৫ নং মহামায়া ইউনিয়নস্থ উত্তর যশপুর সীমান্ত দিয়ে,অবৈধভাবে ভারত থেকে প্রাচারকালীন ৭৬,৭৮০ পীস সেনেগ্রা (যৌন উত্তেজক) ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।উদ্ধারকৃত ওই ট্যাবলেট গুলির মূল্য ১ কোটি ১৫ লক্ষ ১৭ হাজার টাকা।ফেনীর জায়লস্কর ৪ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্ত ছাগলনাইয়া পৌরসভাধীন দক্ষিণ যশপুর বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার মোঃফজলুল হক এর নেতৃত্বে সীমান্তে বিজিবির ৮ সদস্যের একটি টহলরত দল ৮ ডিসেম্বর রাতে সীমান্ত এলাকায় টহলরত থাকাকালীন,উত্তর যশপুর সীমান্তে গিয়ে পৌঁছালে,এই সময় ওই এলাকা দিয়ে সীমান্তের ওপার থেকে চোরাকারবারী চক্রের একটি দল সেনেগ্রা ট্যাবলেটের বড় একটি চালান প্রাচার করে,বাংলাদেশের অব্যান্তরে ৩ শত গজ বেতরে নিয়ে আসা মাত্র বিজিবির টহলরত দলটির উপস্থিতি টেরপেয়ে,প্রাচারকৃত সেনেগ্রা ট্যাবলেট এর চালানটি সীমান্তে পেলেরেখে প্রাচারকারী চক্রের সদস্যরা পালিয়ে যায়।এরপর টহলরত টিমের বিজিবি জোয়ানরা চোরাকারবারীদের পেলে যাওয়া সেনেগ্রা ট্যাবলেটের চালানটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসেন।

সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় সেনেগ্রা ট্যাবলেটের বড় একটি চালান উদ্ধারসহ,উদ্ধারকৃত ট্যাবলেট গুলি কাস্টমস এ জমা দেওয়ার বিষয় সত্যতা নিশ্চিত করেছেন,৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ কামরুজ্জামান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা