April 23, 2024, 3:42 pm

জাতীয় প্রেস ক্লাবে উদ্বোধন হলো মুক্তিযুদ্ধ কর্নার

১৪ ডিসেম্বর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট:
প্রেস ক্লাবের মুক্তিযুদ্ধ কর্নারশহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় প্রেস ক্লাবের লাইব্রেরিতে মুক্তিযুদ্ধ কর্নারের উদ্ধোধন করা হয়েছে। এই কর্নারে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের ওপর লেখা বিভিন্ন ধরনের বই। শনিবার (১৪ ডি‌সেম্বর) সাংবাদিকদের উপস্থিতিতে ফিতা কেটে কর্নারটি উদ্ধোধন করা হয়।

মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধ‌নের সময় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলম বলেন, ‘আজ প্রেসক্লাবের জন্য এক ঐতিহাসিক দিন। এই দিনে পাকিস্থানিরা  এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশুন্য করতে চেয়েছিল। আজকের অনুষ্ঠানে দেশ বরেণ্য বুদ্ধিজীবীদের উপস্থিতি প্রমাণ করে তাদের সিন্ধান্ত ভুল ছিল।থ

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক রিয়াজ উদ্দিন আহমেদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রধান মন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নয়া দিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, সাংবাদিক নেতা মনজুরুল আহসান বুলবুল, শাবান মাহমুদ, আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সম্পাদক ফরিদা ইয়াসমিন,যুগ্ম সম্পাদক শাহেদ চৌধুরী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা