April 19, 2024, 3:09 pm

খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট সুপ্রিম কোর্টে

১১ ডিসেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার মেডিকেল রিপোর্ট সুপ্রিম কোর্টে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ। চিকিৎসাধীন খালেদা জিয়ার মেডিকেল রিপোর্ট সিলগালা করে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি  বড়ুয়া। 

তিনি বলেন, মেডিকেল বোর্ড তার কাছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেয়। এরপর বিকেল ৩:৩০ মিনিটে সুপ্রিম কোর্টে পাঠানো হয়। মেডিকেল রিপোর্টে কি বলা হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য নই।

সেজন্য আমি বলতে পারব না কি বলা হয়েছে। এর আগে, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি  বড়ুয়া জানান, আদালত থেকে ১১ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন পাঠানোর নির্দেশনা রয়েছে। নির্দেশনা আলোকে মেডিকেল বোর্ড তার কাছে বেগম খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা শেষে সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দিয়েছে।

মেডিকেল বোর্ডের প্রতিবেদনটি ফরোয়ার্ডিংসহ আদালতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা