April 24, 2024, 5:06 pm

নকলায় লবণের গুজব রোধে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়

২০ নভেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
লবণের দাম বাড়ার গুজবে সকাল থেকেই শুরু হয়েছে লবণ কেনার প্রতিযোগিতা। ক্রেতারা কেউ দুই কেজি কেউবা পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত লবণ কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। দাম বাড়ার গুজবে লবণ কেনাকে কেন্দ্র করে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন বাজারের দোকানগুলোতে ছিল লক্ষণীয় ভীড়।
লবণের এসব গুজব প্রতিরোধে নকলা বাজারের পাইকারী লবণ ব্যবসায়ীদের নিয়ে মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান এক মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, লবণ ব্যবসায়ী মুঞ্জুরুল হক, আহসানুজ্জামান সবুজ, তপন সাহাসহ বাজারের পাইকারী লবণ ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী ও সংবাদকমর্ীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা