April 19, 2024, 9:40 pm

শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

৮ নভেম্বর ২০১৯,বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :
ঘূর্ণিঝড় বুলবুল’র কারলে শনিবার (৯ নভেম্বর) অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের বিষয়টি পূর্বপশ্চিমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্থগিত হওয়া জেএসসি পরীক্ষা আগামী মঙ্গলবার (১২ নভেম্বর) ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার সময় পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

এদিকে ঘূর্ণিঝড় ‘বুলবুল-এর কারণে সারা দেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এছাড়া মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে সব কার্যক্রম বন্ধ করা হয়েছে। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে বলেও নির্দেশনা দেয়া হয়।

আবহাওয়া অধিদফতর সূত্র বলছে, ঘূর্ণিঝড় ‘বুলবুল ক্রমেই শক্তি সঞ্চার করে ভয়াবহ আকার ধারণ করছে। শুরুর দিকে ঘূর্ণিঝড়ের বাতাসের গতি ছিল ঘণ্টায় ৮০-৯০ কিলোমিটার। শুক্রবার দুপুর থেকে এটির শক্তি ক্রমেই বাড়তে থাকে। ‘বুলবুলথ ইতিমধ্যে দ্বিতীয় ক্যাটাগরির ঘূর্ণিঝড়ে উন্নীত হয়েছে। এটি এখন আঘাত হানলে ১৩০ কিলোমিটার বেগে বাতাস বইবে। যে বাতাসে ঘরবাড়ি উড়িয়ে নিয়ে যেতে পারে।

তবে রোববার ফের শক্তি কমে প্রবল ঘূর্ণিঝড়ের (ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম) রূপ পেতে পারে বুলবুল। তারপর ধীরে ধীরে আরও শক্তি হারিয়ে ১১ নভেম্বর ফের ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আগামীকাল শনিবার বাংলাদেশে ঘূর্ণিঝড় ‘বুলবুল আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা