March 28, 2024, 8:49 am

মেঘনায় স্বামীর অধিকারের দাবিতে যুবতীর সাক্ষাৎকার প্রদানে তোলপাড়: তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে জানালেন নির্বাহী কর্মকর্তা

৭ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি.  কম,  মেঘনা সংবাদদাতা : কুমিল্লার মেঘনা উপজেলায় স্বামীর অধিকারের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে  সম্প্রতি  রাজ মনি আক্তার বীথি নামের এক যুবতীর সাক্ষাৎকারে সামাজিক যোগাযোগ মাধ্যম ও এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিন জানান তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি রাজমনি আক্তার বীথি তার বাবা মাকে নিয়ে টি টি এম নিউজ নামক একটি পেইজে স্ব পরিবারে স্ব ইচ্ছায়  সাক্ষাৎকার প্রদান করেন সেই সাক্ষাৎকারের ভিডিও তে  বীথি অভিযোগ করেন    উপজেলার হাসনাবাদ গ্রামের মৃত রুপ মিয়ার ছেলে লাল চানের সাথে শরিহা মোতাবেক কতিপয় মুরুব্বিদের স্বাক্ষী রেখে বিয়ে হয় এমনকি দুই মাস সংসার হয় কিন্তু বয়স কম থাকার কারনে বিবাহ রেজিষ্ট্রেশন  হয়নি   পরে লাল চান বিদেশে চলে গেলে এখন আর আমাকে লালা চান ও তার পরিবার মেনে নিচ্ছেন না স্বামী আমাদের বিয়ের কথাই অস্বীকার করে। এ বিষয়ে কোন কিছু পরিস্কার না হওয়ার ফলে মিস্ত্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে ।  স্থানীয় মিডিয়া কর্মীদের মধ্যেও বে হুদা কাদা ছুড়াছুঁড়ি চলছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা পারভিনের নিকট জানতে চাইলে তিনি পরিস্কার করে বলেন মেয়েটি একটি আবেদন দিয়েছে আমরা সেই আবেদনের প্রেক্ষিতে আমরা মহিলা ও শিশু বিষয়ক অফিসের মাধ্যমে উপরে পাঠানো হয়েছে অধিকতর তদন্তের মাধ্যমে আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা