April 20, 2024, 11:16 am

মানবিক বিবেচনায় ভারতকে ফেনী নদীর পানি দিলো বাংলাদেশ : পররাষ্ট্র সচিব

৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টি.. কম, এম এইচ বিপ্লব :

: পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেছেন, সীমান্ত দিয়ে বয়ে চলা ফেনীর পানি পেলে দক্ষিণ ত্রিপুরা অঞ্চলের মানুষের পানির কষ্ট কম হয়। ভারতের এই অনুরোধের পটভূমিতেই প্রধানমন্ত্রী হাসিনা সম্পূর্ণ মানবিক কারণে পানি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি বাংলা

শহীদুল হক বলেন, আমার মনে হয় মানবিক ইস্যুর সঙ্গে আর কোনো ইস্যুকে মেশানো কিছুতেই ঠিক নয়। দক্ষিণ ত্রিপুরার অঞ্চলে খাবার পানি নেই। সে কারণেই আমরা পানি দিয়েছি। যদি আমরা পানি না-দিতাম, তাহলে কি কারবালার মতো হয়ে যেতো না?

দু’দেশের যৌথ নদী কমিশনের কথা উল্লেখ করে পররাষ্ট্রসচিব এম শহীদুল বলেন, যেহেতু দু’দেশের যৌথ নদী কমিশন বা জেআরসি বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে তাই তিস্তা নিয়েও আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ আছে। তাছাড়া, সবগুলো কমন রিভার (অভিন্ন নদী) নিয়েই কাজ শুরু করেছে। যৌথ নদী কমিশন প্রায় ৬ বছর পর বৈঠকে বসেছে, আগামী বছর আবার বসবে।

ভারতের বিতর্কিত জাতীয় নাগরিকপঞ্জী বা এনআরসি নিয়ে ঘটনাপ্রবাহ কোন দিকে গড়ায়, সে দিকেও বাংলাদেশ সতর্ক নজর রাখছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা