April 16, 2024, 12:47 pm
সর্বশেষ:
মেঘনায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত মেঘনায় কাঁঠালিয়া প্রজন্ম সামাজিক সংস্থার ঈদ সামগ্রী বিতরণ মেঘনায় বিনোদন কেন্দ্র না থাকায় ঈদ আনন্দে ভাটা, নিরসন জরুরি এততান কিরতি আনছত, ঘরে আছেনা! মেঘনায় গণ ও যুব অধিকারের ইফতার বিতরণ রাস্তা ও ড্রেন নির্মাণ কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ফতেহাবাদ ইউনিয়ন আওয়ামী মৎসজীবী লীগ : খোকন সভাপতি শরীফ হোসেন সম্পাদক মেঘনায় দোকানে আগুনের ঘটনায় বাবাসহ দুই ছেলের বিরুদ্ধে অভিযোগ প্রথম বারের মত শতভাগ অনলাইনে মনোনয়ন ফরম জমা দিবে প্রার্থীরা : মো.মুনীর হোসাইন খান রিটার্নিংকর্মকর্তার সাথে আচরণ বিধির মতবিনিময়ের পরেই এক প্রার্থী অপর প্রার্থীকে হুমকির অভিযোগ 

ফেনী সীমান্তে মাদক ব্যবসায়ীদের সেচ্ছায় আত্নসমর্পন

২৩ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ১০২ কিলোমিটার সীমান্তে মাদক প্রাচারে জিরো টলারেন্স বাস্তবায়ন ও শতভাগ চোরাকারবার মুক্ত সীমান্ত উপহার দেওয়ার লক্ষে, সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী এবং চোরাকারবারীদের কাছে কঠোর হুশিয়ার বার্তা পৌঁছে দিতে,ফেনীর জায়লস্কর ৪ ব্যাটালিয়ন বিজিবির পরিচালক (সিও) লেঃ কর্নেল নাহিদুজ্জামান বিজিবিএম, পিবিজিএম অব্যাহতভাবে একের পর এক জনসচেতনতা মূলক সভা করে যাচ্ছেন।তিনি সীমান্তবর্তী এলাকায় বসবাসরত মাদক প্রাচারকারী ও চোরাকারবারীদের এই ঘৃণ্য পেশা ছেড়ে দিয়ে,সেচ্ছায় আত্নসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে প্রাথমিক সুযোগ দেওয়ার লক্ষেই এই সভা গুলি করে যাচ্ছেন।নাহিদুজ্জামান অব্যাহত চালিয়ে যাওয়া সভা গুলিতে বক্তব্যকালীন কঠোর হুশিয়ারী বাক্য উচ্ছারণ করে বলেন,সভাপরবর্তী যদি কোন মাদক প্রাচারকারী ও চোরাকারবারী প্রাচারকৃত মালামালসহ বিজিবি জোয়ানদের হাতে ধরা পড়ে তখন তাদের বিরুদ্ধে পূর্বের ন্যায় মামলা নয় সরাসরি গুলির নির্দেশ দিচ্ছি।সীমান্তবর্তী এলাকায় করা সভা গুলিতে সিও নাহিদুজ্জামান এর কঠোর নির্দেশনা মূলক দেওয়া বক্তব্য শুনে,ইতিমধ্যে সীমান্তবর্তী এলাকার অনেক মাদক প্রাচারকারী ও কালোবাজারী সেচ্ছায় এসে বিজিবির কাছে আত্নসমর্পন করছেন।
এরি ধারাবাহিকতায় ২২ অক্টোরব পরশুরাম উপজেলার পরশুরাম পৌরসভাস্থ বাঁশপদুয়া এলাকার ৫ জন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কালোবাজারী,তাদের পিতা-মাতাসহ ওই এলাকার জনপ্রতিনিধি কাউন্সিলরকে নিয়ে,খেজুরিয়া বিওপিতে এসে ওই এলাকার দায়িত্বরত বিজিবির কোম্পানী কমান্ডারের কাছে সেচ্ছায় আত্নসমর্পন করেছে। আত্নসমর্পনকারী সবাই হচ্ছেন,পরশুরাম পৌরসভার বাঁশপদুয়া গ্রামের,মোঃফরিদ উদ্দিনের পুত্র,মোঃমাহফুজুর রহমান আবু (২২),মোঃআবু তাহেরের পুত্র,মোঃরকি মিয়া (১৯),মোঃআইয়ুব মিয়ার পুত্র,মোঃকামরুল হোসেন (২০),মোঃফয়েজ আহাম্মদের পুত্র,মোঃমজিব হোসেন (১৮) ও মোঃআবুল হোসেনের পুত্র,মোঃআব্দুল মোতালেব (২২)।
উল্লেখ্য গত ১৯ অক্টোরব ৪ বিজিবি ব্যাটালিয়ন এর পরিচালক (সিও) নাহিদুজ্জামান বিজিবিএম, পিবিজিএম পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তবর্তী এলাকায় জনসচেতনতা মূলক একটি সভা করেছিলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা