April 26, 2024, 2:37 am

নুসরাত হত্যায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৬ আসামীকে কনডেম সেলে স্থানান্তরে অনুমতি চেয়ে ফেনী কারা কর্তৃপক্ষের চিঠি

২৯ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনী জেলাধীন সোনাগাজীতে শরীরে আগুন দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার রায় ঘোষিত হয়েছে চলতি মাসের ২৪ অক্টোবর।এই মামলার রায়ে অভিযুক্ত ১৬ জন আসামীর মধ্যে ১৬ জনের বিরুদ্ধেই ফাঁসির দণ্ডাদেশ ঘোষনা করেছে,ফেনী জেলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।ফেনী জেলা কারাগারে মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামীদের রাখার মত পৃথক কোন কনডেম সেল না থাকায়।বর্তমানে ফেনী জেলা কারাগারে নুসরাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত যে ১৬ জন আসামী রয়েছে,তাদেরকে কনডেম সেল আছে এমন দেশের অন্য যে,কোন কারাগারে স্থানান্তর করার বিষয় অনুমতি চেয়ে,২৮ অক্টোবর ফেনী জেলা কারা কর্তৃপক্ষ কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বরাবর একটি চিঠি প্রেরণ করেছে।চিঠি প্রেরণের বিষয়টি নিশ্চিত করেছেন,ফেনী জেলা কারাগারের জেলার দিদারুল আলম।তিনি আরো জানান,ফেনী কারাগারে মৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত আসামীদের রাখার মত কোন কনডেম সেল না থাকায়,ফেনী কারা কর্তৃপক্ষ বিষয়টি অবহিত করণের লক্ষে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বরাবর চিঠিটি প্রেরণে বাদ্য হয়েছে।
ফেনী জেলা কারা কর্তৃপক্ষ নুসরাত হত্যা মামলার রায়ে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত যে ১৬ জন আসামীকে,এই কারাগার থেকে কনডেম সেল রয়েছে এমন অন্য কারাগারে স্থানান্তরের অনুমতি চেয়ে,কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বরাবর চিঠি প্রেরণ করেছেন,সেই ১৬ জন আসামী হচ্ছেন-সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এসএম সিরাজ উদ-দৌলা (৫৭),নুর উদ্দিন (২০),শাহাদাত হোসেন শামীম (২০), কাউন্সিলর ও সোনাগাজী পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম ওরফে মোকসুদ কাউন্সিলর (৫০),সাইফুর রহমান মোহাম্মদ জোবায়ের (২১), জাবেদ হোসেন ওরফে সাখাওয়াত হোসেন (১৯),হাফেজ আব্দুল কাদের (২৫),আবছার উদ্দিন (৩৩),কামরুন নাহার মনি (১৯),উম্মে সুলতানা ওরফে পপি (১৯),আব্দুর রহিম শরীফ (২০),ইফতেখার উদ্দিন রানা (২২),ইমরান হোসেন ওরফে মামুন (২২), সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাদ্রাসার সাবেক সহ-সভাপতি রুহুল আমিন (৫৫),মহিউদ্দিন শাকিল (২০) ও মোহাম্মদ শামীম (২০)।
ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত এই ১৬ আসামীকে স্থানান্তরের বিষয় অনুমতি চেয়ে,ফেনী জেলা কারা কর্তৃপক্ষ কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) বরাবর যে চিঠি প্রেরণ করেছেন, প্রেরিত সেই চিঠির প্রতিউত্তরে আইজি প্রিজন যদি কোন নির্দেশনা প্রদান করেন,তাহলে সেই নির্দেশনা মোতাবেক ওই ১৬ আসামীকে স্থানান্তরের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবে, কারা কর্তৃপক্ষ।এমনটি জানিয়েছেন,ফেনী জেলা কারাগারের জেলার দিদারুল আলম।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা