March 28, 2024, 4:55 pm

জামালপুরে আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম, শশহিদুল ইসলাম কাজল,
স্টাফ রিপোর্টার, জামালপুরঃ ‘আবরার হত্যাকান্ড বাক স্বাধীনতরা উপর নিষ্ঠুরতম আঘাত’ এই প্রতিপাদ্য নিয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবীতে জামালপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রবিবার(১৪অক্টোবর) সকালে শহরের বকুলতলা চত্বরে সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।
সনাক সভাপতি অধ্যাপক মীর আনছার আলীর সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সনাক সদস্য শামীমা খান, মনোয়ারা খানম, রনজিত বিশ্বাস খোকন, ইয়েস দলনেতা সিরাজুল ইসলাম রনি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, একাত্তর বা নব্বইয়ের স্বৈরাচার পতন আন্দোলনে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, কিন্ত রাজনীতির হস্তক্ষেপের কারণে ছাত্র রাজনীতি আজ পথহারা। ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী আবরার ফাহাদ যেভাবে নৃশংস হত্যাকান্ডের শিকার হয়েছেন তা একদিকে যেমন বাক স্বাধীনতার ওপর নিষ্ঠুরতম আঘাত এবং অন্য দিকে ছাত্র সংগঠন তথা শিক্ষাঙ্গণের ওপর দুর্বৃত্তায়িত অসুস্থ রাজনৈতিক প্রভাবের নিষ্ঠুর পরিণতি। ছাত্র আন্দোলনের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল ছাত্র সংগঠনসহ শিক্ষাঙ্গণকে দলীয় রাজনীতি মুক্ত করার দাবি জানানো হয়। বক্তারা দাবি জানান, আবরার হত্যাকান্ডের প্রেক্ষিতে কতর্ৃপক্ষ যেসব পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে তার কার্যকর বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গণে দুর্বৃত্তায়ন থেকে যারা লাভবান হয়েছেন তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা