April 25, 2024, 2:26 am

ছাগলনাইয়া থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার হচ্ছে বহিরাগত মাদক ব্যবসায়ী ও ডাকাত সদস্যরা

১৯ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,

ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃফেনীর ছাগলনাইয়া থানা এলাকায় মাদকের জিরো টলারেন্স বাস্তবায়নে,ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ মেজবাহ্ উদ্দিন আহমেদ এর নেতৃত্বে অব্যাহত চালিয়ে যাওয়া বিশেষ অভিযানে,থানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের পাশাপাশি হরহামেসা এই থানার পুলিশের হাতে গ্রেপ্তার হচ্ছে,পার্শ্ববর্তী চট্রগ্রাম জেলাসহ ফেনী জেলাধীন বিভিন্ন উপজেলার মাদক ব্যবসায়ীরা।গত দুই মাসে ছাগলনাইয়া থানা প্রশাসনের হাতে দেশের বিভিন্ন জেলা বা ফেনী জেলাধীন পার্শ্ববর্তী উপজেলা গুলির যে সকল ভাসমান মাদক ব্যবসায়ী ও ডাকাত দলের সদস্যরা গ্রেপ্তার হয়েছে,তাদের মধ্যথেকে উল্লেখযোগ্য কিছু মাদক ব্যবসায়ী এবং ডাকাত সদস্যদের বিষয় তুলে ধরছি।

গত ১৬ অক্টোবর ছাগলনাইয়া থানা পুলিশের হাতে (২০) পীস ইয়াবা নিয়ে থানাধীন ঘোপাল ইউনিয়নের দক্ষিণ নাঙ্গলমোড়া গ্রামথেকে,পার্শ্ববর্তী চট্রগ্রাম জেলার জোরারগঞ্জ থানার কাটাগাং এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ওই এলাকার হুমায়ুন কবিরের পুত্র,মোঃঅহিদুন্নবী প্রকাশ শোভন গ্রেপ্তার হয়েছে।গত ৩০ সেপ্টেম্বর ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকার দুই মাদক ব্যবসায়ী,মোঃদেলোয়ার হোসেন প্রকাশ রুবেল ও শেখ কামাল বাবুলকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে,ছাগলনাইয়া থানা পুলিশ।এইভাবে মাদক প্রাচার বা বিক্রিকালীন ছাগলনাইয়া থানা পুলিশের হাতে ৬ সেপ্টেম্বর গ্রেপ্তার হয়েছে,ফেনী সদর উপজেলার,একরামুল হক প্রকাশ সুমন।৩০ সেপ্টেম্বর লবনবাহী একটি ট্রাকে করে ইয়াবা প্রাচারকালীন, ছাগলনাইয়া থানাধীন মুহুরীগঞ্জ এলাকা থেকে ইয়াবা প্রাচার কাজে ব্যাবহারিত ওইস ট্রাকটিসহ ৪ হাজার ৫ শত পীস ইয়াবা নিয়ে,সাতক্ষীরা জেলার দুই ইয়াবা প্রাচারকারী মোঃহাফিজুল ইসলাম ও মোঃরফিকুল ইসলাম এবং বরিশাল জেলার আনোয়ার হোসেনসহ তিন ইয়াবা প্রাচারকারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার ছাগলনাইয়া থানার পুলিশ।

এইভাবে গত দুই মাসে অন্য জেলার ডাকাত সদস্যদের গ্রেপ্তারে ও দক্ষতার পরিচয় দিচ্ছে,ছাগলনাইয়া থানা প্রশাসন।গত দুই মাসের মধ্যে ৯ অক্টোবর ও ১৯ সেপ্টেম্বর ভিন্ন জেলার তিন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে,ছাগলনাইয়া থানার পুলিশ।গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের মধ্যে একজন ঝালকাঠি জেলার,বিপ্লব রঞ্জন অধীকারী,কুমিল্লা জেলার মোঃমিনহাজুর রহমান প্রকাশ রাফি ও ফেনী সদর উপজেলার মোঃশাহজালাল।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা