March 29, 2024, 12:52 pm

ছাগলনাইয়ায় ৫ টি পূজামণ্ডপ প্রতিদিন গভীররাত পর্যন্ত পর্যবেক্ষণ করেন ওসি মেজবাহ্ 

৬ অক্টোবর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলায় এবার ৫ টি মণ্ডপে হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।এই ৫ টি মণ্ডপের মধ্যে ছাগলনাইয়া পৌর সদরের পশ্চিম ছাগলনাইয়া গ্রামে একটি, উপজেলাধীন ৮ নং রাঁধানগর ইউনিয়নের আঁধারমানিক গ্রামে দুইটি ও উপজেলাধীন ৯ নং শুভপুর ইউনিয়নের ঝয়পুর গ্রামের মহারাজগঞ্জে দুইটি মিলে মোট ৫ টি  মণ্ডপে পালিত হচ্ছে দূর্গাপূজা।
পূজা মণ্ডপ গুলির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ছাগলনাইয়া থানা প্রশাসনের পক্ষথেকে,দিনরাত ২৪ ঘন্টা স্থায়ীভাবে পুলিশি পাহারার ব্যাবস্থা করেছে, ছাগলনাইয়া থানা প্রশাসন।পূজা সমাপ্তি না হওয়া পর্যন্ত এই ব্যাবস্থা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ।শুধু তাইনয় পূজা উৎসব শুরু হওয়ার পর থেকে নির্বিঘ্নে যাতে পূজা পালন করতে পারে,তার জন্যে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করণে,পূজামণ্ডপ গুলির আইশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে প্রতিদিন গভীররাত পর্যন্ত মণ্ডপ গুলি পরিদর্শন করে যাচ্ছেন,  ছাগলনাইয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেজবাহ্ উদ্দিন আহমেদ।এই সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার বিষয় খোঁজ খবর নেওয়ার লক্ষে পূজামণ্ডপে দায়িত্বরত কমিটির সদস্যসহ পূজায় আগত দর্শনার্থীদের সাথে নিরাপত্তা ব্যাবস্থায় কোন ঘাটতি রয়েছে কিনা তা জানার জন্য প্রতিনিয়ত তাদের সাথে মতবিনিময় করে যাচ্ছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা