April 25, 2024, 10:35 am

ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন

২৬ অক্টোবর ২০১৯ বিন্দুবাংলা টিভি. কম, শহিদুল ইসলাম, জামালপুর :জামালপুরের ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে ২কোটি ৮৮লাখ টাকা ব্যয়ে নির্মানের শনিবার আনুষ্ঠানিক ভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য আলহাজ্ব ফরিদুল হক খান দুলাল ।
এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এড জামান আব্দুন নাছের বাবুল,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু নাছের চৌধুরী চার্লেস,যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,জেলা পরিষদ সদস্য আফরোজা আজাদ তানিয়া,শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক সরকার,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,প্রধান শিক্ষক মাহাবুব আলম,যুবলীগ সহ সভাপতি মনিরুজ্জামান,যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান লাজু প্রমূখ উপস্থিত ছিলেন। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্মান প্রকৌশলী ভবনটি নির্মান করবে।
ইসলামপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপিত
স্টাফ রিপোটার জামালপুর \জামালপুরের ইসলামপুরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে ইসলামপুর থানা থেকে একটি র‍্যালি বের হয়ে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে থানা কম্পাউন্ডে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুনের সভাপত্বিতে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামান আব্দুন নাছের বাবুল,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, পৌর মেয়র আঃ কাদের শেখ, ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়া,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সভাপতি আবু নাছের চৌধূরী চার্লেস।
অন্যানের মধ্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক উপাধ্যক্ষ ফরিদ উদ্দিন আহম্মেদ, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম,পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর,প্যানেল মেয়র অংকন কর্মকার,প্রমূখ। তদন্ত কর্মকর্তা আনছার আলীর সঞ্চালনায় এ সময় বেলগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মালেক,চিনাডুলী ইউপি চেয়ারম্যান আঃ সালামসহ বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি,শিক্ষক,সুধীজনরা অংশ নেয়। পরে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা