April 26, 2024, 10:04 pm

যুবসমাজকে মাদকাসক্তির অভিশাপ থেকে দূরে রাখার বিকল্পই হচ্ছে খেলাধুলা :শিরীন আখতার এমপি

১৮সেপ্টেম্বর ২০১৯, বিন্দুবাংলা টিভি. কম,
ছৈয়দ কামাল,ফেনী জেলা প্রতিনিধিঃ
যুবসমাজকে মাদকাসক্তির অভিশাপ থেকে দূরে রাখার বিকল্পই হচ্ছে খেলাধুলা।আর এই খেলাধুলার দিকে যুবসমাজকে আকৃষ্ট করণে যার অবদান সর্বউর্ধ্বে তিনিই হচ্ছেন,বাংলাদেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।খেলাধুলার প্রতি যুবসমাজকে আগ্রহী করে তুলতে প্রধানমন্ত্রী যুব ও ক্রিড়া মন্ত্রণালয়েকে অগ্রাধিকার ভিত্তিতে সুযুগসুবিধা প্রদান করায়, আমাদের মেয়েরা আজ বিশ্বকাপ ক্রিকেট আসরে খেলার যোগ্যতা অর্জনে সক্ষম হয়েছে।
১৭ সেপ্টেম্বর উপজেলা ভিত্তিক বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে,ছাগলনাইয়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কথাগুলি বলেছেন,জাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার।ছাগলনাইয়া পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ৮ নং রাঁধানগর ইউনিয়ন দলকে ০-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ছাগলনাইয়া পৌরসভা একদশ।খেলা শেষে পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল,ভাইস চেয়ারম্যান এনাম মজুমদার,মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, ছাগলনাইয়া পৌর মেয়র এম.মোস্তফা প্রমুখ।
পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন,ছাগলনাইয়া উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া তাহের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা